সে এক গ্রামের মেঠো পথে,
এলাম চলে কিসের টানে,
কিশোরী এক মেয়ের কথা ,
বারেবারে চলে আসে মনে।


মেঠো পথ পেরিয়ে পেরিয়ে যাই,
সবুজ ধানের মাঠ রাস্তার পাশে,
গোলাপী ফুলে সেজে কাঞ্চন গাছ,
রাস্তার পাশে দাঁড়িয়ে নীরবে হাসে।


জানি না হবে কি দেখা কিশোরীর সাথে,
হয়তো রাস্তার পাশে দাঁড়িয়েই সে রবে,
নিরুচ্চার নীরব আমার চোখের ভাষা,
এক পলকে দেখে সে সহজেই বুঝে নেবে।


হয়তো বা সে মিলেছিল প্রেমিক পুরুষের সনে,
চোখের ভাষায় এক হয়েছিল কোন এক ক্ষনে,
হয়তো গভীর ভালোবাসায় ভেসে গিয়েছিল সে,
তারই রেশ রয়ে গেছে এখনও তার হৃদয় মনে।


তবুও শেষ নেই আমার এই পথ চলা,
হয়তো হবেনা বলা আমার গহন মনের কথা,
হয়তো সে জানিবে না সে কথা আর কোনদিনও,
প্রেমিক পুরুষের অনন্ত প্রেমে সে রবে চির অবনতা।