দিয়েছো প্রেমের আনন্দ অনুভধ,
তোমারে কি কখনও ভোলা যায়,
যদিও দাও নি প্রেম কোনদিনও,
ভরেছে মন শুধুই বিরহ বেদনায়।


বিরহের আছে যে মায়াবী বেদনা,
তার মাঝে আছে এক অপরূপ আলো,
সে আলোর পথ ধরে কবিতায় আসো,
প্রেম না দিয়ে করেছিলে ভালো।


না পাওয়ার  বেদনা শূন্যতা আনে,
বুঝেছি অনুভবে শূন্যতাই ভালো,
প্রেম নয় প্রাপ্তি নয়, নয় পূর্ণতা,
শূন্যতা পূর্ণতারই এক আনন্দ রূপের আলো।