আজও ঝরে বকুল ফুল সবুজ ঘাসের পরে,
কুর্চি ফুলের গাছটার সবুজ পাতার মাঝে,
অসংখ্য সাদা ফুল গাছ আলো করে ফুটে থাকে,
পুকুরের স্থির জলে থালার মতো সবুজ পাতার পরে,
লাল শালুক কুঁড়ি ভোরের কুয়াশার গন্ধ মেখে,
পাপড়ি মেলে ফোটার অপেক্ষায় থাকে।


আজও সন্ধ্যার নিঝুম আঁধারে বাঁশের বনে,
তারার মতো জ্বলে ওঠে জোনাকির আলোর দিপালী,
শুধু সময় আমাদের পাল্টিয়ে  দিয়েছে একেবারে,
আমার একুশ তোমার ষোল আসবে না আর ফিরে।