যুক্তি আর কল্পনা,
সমানে সমানে পাশাপাশি চলে,
দুইই আপন বক্তব্যে অটল,
কেউ পিছায় না বিতর্ক  হলে।


কবি মন বলে,
কল্পনার আনন্দ ভেলাতেই ভাসব,
যুক্তির তত্ত্ব জাল ছিঁড়ে,
কল্পনার আনন্দ ছুঁয়ে থাকব।


বিজ্ঞানী বলে বিতর্ক হলে,
কল্পনা শুধুই সত্যের ছলনা,
ভুল ধারণায় মন দেয় ভরে,
যুক্তিসিদ্ধ গবেষণাই সত্যের সাধনা।


যুক্তি কল্পনা দুইয়েরই প্রয়োজন,
যুক্তির পথ ধরে চলুক সত্যের সাধনা,
কল্পনার রঙে কবি এঁকে চলুক ছবি,
যুক্তি কল্পনা মিলে আনুক উন্নত জীবন যাপনা।