জীবনের ছায়াসঙ্গী মৃত্যু,
সবসময়ে রয়েছে পিছনে পিছনে,
তার করাল অমোঘ গ্রাসে,
অন্ধকার নেমে আসে জীবনে।


প্রেমের ছায়াসঙ্গী বিরহ,
প্রেমের মোহ কেটে গেলে,
বিরহে আশ্রয় নেয় প্রেমিক,
প্রেম তখন স্মৃতির করতলে।


পূর্ণতা আসে মহা সমারোহে,
উজ্জ্বল আলোকে ভাসে চারিধার,
শুণ্যতা রয়েছে ছায়াসঙ্গী তার,
মানুষ বোঝে শুণ্যতার অন্ধকার।


জীবন প্রেম পূর্ণতা সবই,
বড় মনোহর উজ্জ্বল প্রভায়,
তবু মৃত্যু বিরহ শুণ্যতা,
জীবনের শেষ কথা কয়,
দুঃখ বেদনা বিষাদ আসে,
সকলি ম্লান মনে হয়।