দুপাশে ছড়ানো ধান মাঠ,
মাথার পরে নীল আকাশ,
শালুক ফুটে আছে খালে,
বয়ে যায় দখিনা বাতাস।


আমাদের গ্রাম থেকে সামনের গ্রামে,
ডিঙিতে লগি বেয়ে খালে ভেসে চলা,
দেখি কত পাখী বসে আছে গাছে,
দুপাশের মাঠে সবুজ ধানের তলা।


চারিদিকে আঁধার নামলো ধীরে,
ফেরার পথে উঠেছে সন্ধ্যাতারা,
ফিরছি যেন বিরাট অভিযান সেরে,
আমরা দুই বন্ধু আনন্দে আত্মহারা।