তোমাদের মতো আমরা গাইতে পারিনা গান,
তবু আমরা আনন্দেতে কাটাই জীবন,
তোমাদের মতো নেই আমাদের দুটো চোখ,
তবু আমাদের ভরা থাকে আনন্দে মন।


চেয়ে থাকি শুধু আকাশে বাতাসে নীরবে,
সবুজ হয়ে বাড়াই অক্সিজেনের পরিমান,
ফুল ফল দান করি তোমাদের ভালোবেসে,
আমাদের দানে তোমরা ভরে তোলো প্রাণ।


কত পাখী উড়ে আসে আমাদের শাখে,
গান গায় খেলা করে আনন্দে আপন মনে,
আনন্দেতে দুলে দুলে বাতাসের সাথে,
আমরা নীরবে নেচে উঠি বৃষ্টির সনে।


বড় কষ্ট ব্যাথা জাগে আমাদের মনে,
তোমরা যখন নির্বিচারে কাটো আমাদের,
জ্বালানী ও ব্যাবসার প্রয়োজনে বা অকারণে,
তোমরা বোঝোনা কত ক্ষতি করো নিজেদের।


আমরা যত থাকব তোমাদের পাশে পাশে,
জীবন তোমাদের হয়ে উঠবে আরো সুন্দর,
আরো গাছ লাগাও আর পরিবেশ বাঁচাও,
এই হোক তোমাদের জীবনের শপথ নিরন্তর।