এখন অস্থির সময়ের তীব্র তাপ প্রবাহ,
ছড়িয়ে পড়ে অরণ্য সবুজে আকাশে বাতাসে,
বাতাসে কটু গন্ধ, নীলিমার নীল ম্লান হয়ে আসে,
অসহ তপ্ত বাতাসে দম বন্ধ হয়ে আসে।


এখন কবিতায় কাব্যিকতা নয়, উত্তাপ ঝরে পড়ে,
বাতাস ভারি হয়ে ওঠে স্বজন হারানোর কান্নায়,
মৃত্যু নীরবে কথা বলে আমাদের মনে,
মৃত্যুর গহ্বরে ঝরা পাতার মতো জীবন ঝরে যায়।