হলুদ তাঁতের শাড়ি পরে,
ছড়ানো চুল পিঠের পরে,
ঝুমকো দুল কানে দোলে,
গলায় সীতাহার, টিপ কপালে।


রামধনুর সাত রঙের সুরে,
কি রাগিনী বাজাও দূরে,
সে সুরের স্রোতে যাই ভেসে,
যদি কিছু বলো কাছে এসে।