চাইনা ফুলের সৌরভ ফোটা পাপড়ির  শোভা,
ফুটে যাক ঝরে পডুক দেখব না আর কিছু,
স্মৃতিতে যে ফুল রেখেছি অটুট এতদিন ধরে,
তাই নিয়েই চলব আমি ফিরব না আর পিছু।


যা ভেবেছিলাম তুমি তাই নয় কোনভাবে,
যে মনের পরশের স্বপ্ন বহুদিন ছিল আমার,
সে মনের ভিতর যে আছে এতো কটু ভাব,
আহত করে ভাবায় আমায় কটু কথা তোমার।


কেন এতো স্বপ্ন দেখি জানি না তো আমি,
কেন চলি এতো বৃথা তিয়াসা মনে নিয়ে,
কেন কোকিল বৃথা এতো ডেকে যায়,
প্রিয়াকে পাওয়ার আশায়  সর্ব হৃদয় দিয়ে।