আমরা মানব মানবী যত,
জীবনযুদ্ধে হই ক্ষতবিক্ষত,
জীবন আমাদের এক যুদ্ধ,
দুঃখ হতাশায় অকালেই বৃদ্ধ।


আমাদের দেহ থাকে পড়ে,
মন কখন যায় মরে,
আনন্দ-কল্পনাহীন জীবন,
দুঃখ বেদনায় উঠে ভরে।


ঈশ্বর দিয়েছেন তো আমাদের,
কল্পনা চিন্তা মনন ঢের,
তবু এত অশান্তির রেশ,
লোভ হিংসা কামনার সমাবেশ।


পশুপক্ষী কত বেড়ায় ঘুরে,
ওদের জীবন সাবলীল সুরে,
নেই দুশ্চিন্তা আমাদের মতো,
অবাধ জীবন বহমান নিয়ত,
ওরা সুন্দর প্রকৃতির বুকে,
কাটায় জীবন নিত্য সুখে।


আমরা মানব মানবী যত,
কবে হবো সুন্দর সাবলীল,
হিংসা দ্বেষ অশান্তি ছেড়ে,
হবে আনন্দ শান্তির মিল।