আমার  হৃদয়ের সাগর বেলায়,
তুমি ঢেউ হয়ে যাও ছুঁয়ে,
আমি দুই হাত দিয়ে তোমাকে ছুঁই,
তুমি আবার ফিরে যাও ঢেউ হয়ে।


নীলিমার নীলাভ শোভায় তোমায় খুঁজি,
সৌন্দর্য্যর ঢেউ হয়ে আসো আমার মনে,
পুলকিত হই আনন্দে শিহরণ মনে জাগে,
প্রকৃতির সৌন্দর্যে তোমায় পাই ক্ষণে ক্ষণে।


সবুজ ঘাসের পরে রূপালী শিশিরে শিশিরে,
হলুদ রোদ ছাড়িয়ে দেয় সকালে রবি,
শিশিরের ঝিকিমিকি সাত রঙের উদ্ভাসনে,
প্রণাম জানাই তাঁকে যিনি এই নিটোল কবিতার কবি।


তোমায় ছুঁয়ে ছুঁয়ে আমার এই পথ চলা,
তোমার কথা ভাবতে ভাবতে এগিয়ে যাওয়া,
তোমার কাছে চাইব নাতো কিছু আর,
তোমার পরশ পেলেই হবে আমার পরম পাওয়া।