সন্ধ্যাপ্রদীপ হয়ে গেছে জ্বালা,
সাঁঝের আঁধার নেমেছে ধীরে,
দলছাড়া কয়েক পাখি উড়ে চলে,
কলরব করে দূর আকাশের তীরে।


মাটির বাড়ির তুলসি তলায়,
গৃহবধূ দিল প্রদীপ জ্বালি,
শাঁখের আওয়াজে মুখর হল,
গ্রামের নীরব বাতাস খালি।


একাকী নীরবে কুঠিরে বসিয়া,
গুমরিয়া ওঠে গৃহবধূর মন,
ছিল সে পাশে কিছুদিনও আগে,
আজ নেই সেই প্রিয়জন।