ঢেউ হয়ে সে ভেসে গেছে হেমন্তের হলুদ সকালে,
বিষণ্ণ সন্ধ্যা নামে ছায়াঘেরা নির্জন গ্রামটির পরে,
তারার মিছিলে আলো ঝিকমিক করে আঁধার মাঝে,
অজানা এক পাখি ডেকে চলে কোন নির্জন দূরে।


নীরবে নির্জনে প্রহরে প্রহরে সময় যাপিত হয়,
ধীরে ধীরে গাছ গাছালির পরে আঁধার ঘনায়,
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে ঘুমায় নির্জন গ্রাম,
জেগে আছি বিরহ বেদনায় নির্জনতায় মাথা রেখে ঠায়।