এখানে করেছি খেলা,
সেই শৌশব বেলায়,
গ্রামেতে এসে আজ,
মন ভরে যায়।


গ্রামেতে কিছুই নেই,
কেন তবে টানে,
কিছুই জানিনা তার,
কেন উতলা প্রানে।


মৃত‍্যু নিয়েছে ডেকে
যে ছিল সাথী খেলার,
ভেসে আসে সেকি
রোদে দুপুর বেলার।


প্রান কাঁদে- কাঁদেরে
এ হৃদয় অনিবার,
নেই সেই বাড়ীখানি,
জন্ম যেথায় আমার।


নেই সেই টগর গাছ,
ভরা সাদা ফুলে,
নেই মাটির পাঁচিল,
ছাওয়া হলুদ খড়ে।


মনে পড়ে রাতে,
খেঁজুর রস খাওয়া,
শীতে কাঁপতে কাঁপতে,
বিছানায় শুতে যাওয়া।


উঠানে সারা গাছে,
বক ফুলে ভরা,
পড়তো ঝরে ঝরে,
তাই নিয়ে খেলা।


মনে পড়ে আম গাছে
উঠে আম খাওয়া,
গোটা আম খেয়ে
আঁটি ফেলে দেওয়া।


স্মৃতির সৌরভ ভাসে,
ভেসে আসে মনে,
উতলা করে আমায়,
যাই প্রানের টানে।