বনবীথির পাতাগুলি সব ঝরে গেলে,
শুন্যতা নেমে আসে আঁধারের মতো,
শুন্যতার মাঝে মন ভরে যায়‌ বেদনায়,
নীলিমার মতো দূরে চলে যায় আলোর স্বপ্ন ছিল যত।


সবুজ পাতার মাঝে ফুলের শোভা,
পারেনা সরাতে শুন্যতার কুয়াশা,
বিরহে কেটে যায় সকল বেলা,
দেয়নি কোন আলো তার চোখের ভাষা।


শুন্যতার মাঝে ডুবে যেতে যেতে,
বাঁচার আকূল প্রয়াসে সময় থেমে যায়,
ছন্নছাড়ার মতো বসে আছি অপেক্ষায়,
মিথ্যা করেও যদি সে কখনো বলে ভালবাসি তোমায়।