সোনালী ডানার চিল উড়ে উড়ে আকাশের নীল ছুঁতে চায়,
পারেনা সে,আকাশ কেবলি দূরে চলে যায়,
তাই চিলের ইচ্ছা জাগে আকাশ হতে,
নীলের মাঝে হারিয়ে গিয়ে মাখবে নীল গায়।


নীলের মাঝে কি যে আছে জানে সে আকাশ,
শুন্যতার সাগরের অতল তলে ডুবে গিয়ে,
ছোঁওয়া হয় না তারে মেটে না তার আশ,
কেবলি সে দূরে চলে যায় মরিচিকা হয়ে।


আকাশের নীল ছোঁওয়ার বিফল প্রয়াস শেষে,
ফিরে আসে চিল শ্যামল পৃথিবীতে আপনার নীড়ে,
চেয়ে দেখে ভালোবাসার আলোয় ভরে আছে নীড়,
আকাশের নীলের ডাকে কখনও সে আর যাবে না উড়ে।