দিনে ও রাতে হৃদয়ের প্রদীপখানি জ্বেলে রাখি,
তোমাকে পাবো বলে একান্তে নির্মল আনন্দলোকে।
পথ খুঁজে নিতে হয়,গন্তব‍্য অশেষ অন্ধকারে,
আলোকরেখা ধরে চলি অমোঘ শেষ পারাবারে।


তোমাকে চাই আমি এই শ্রান্ত-ক্লান্ত পথ চলায়,
নির্মল আনন্দের ঢেউ ওঠে তোমার ছোঁওয়ায়।
ছুঁয়ে থাকো আমায় প্রানে-মনে হৃদয় ও আত্মায়,
পুষ্পিত মনের সৌরভে এসো আমার প্রার্থনায়।


তোমার আবাহনে আমার শ্রান্তি গ্লানি ঝরে যায়,
পূজা ধ‍্যানে অনুভবে সময় যে পরিণতি চায়,
বুভুক্ষতা কামনার তীর ছেড়ে নির্মলতা খোঁজে,
তোমায় পাবো বলে নিত‍্য অনু্ধ‍্যান সকাল সাঁঝে।