হলুদ পাতাঝরা নিবিড় অরণ্যের সবুজের ভীড়ে,
হারিয়ে গিয়েছিলাম এক মায়াবী অনুভবের সুরে,
ঘেঁষাঘেঁষি সবুজ, হলুদ রোদের মাখামাখি সবুজে,
মখমলের মতো সবুজ ঘাস বিস্তীর্ণ প্রান্তর জুড়ে।


হারিয়ে গিয়েছিলাম হলুদ রোদের নিশানা ধরে, - - -অতল নীলিমার নীলাভ নীরব মসৃণ চাদরে,
একাএকা অতলান্ত সাগরের ঢেউয়ের উত্তালে,
বিরহ বেদনা ঝরনা হয়ে ঝরেছে হৃদয়ের ভিতরে।


হারাতে হারাতে সে মোহিনী বিরহ মাঝে,
কখনো জাগে নাই ফিরিবার সাধ - সুখে,
কবিতার পাখা মেলে চলে গেছি বহুদূরে,
চীলের মতো নীরব উড়ানে নীলিমার বুকে।


জানিনা কি মোহে হারায়েছি সে অনুভব সুরে,
বারে বারে সেই সময় ফিরে ফিরে আসে,
জোনাকি জ্বলা রাতের সুর আজও ভাসে,
সেই হৃদয় কল্লোলে তুমি ছিলে না পাশে।