চেয়ে দেখি ভোরের প্রকৃতি,
সূর্য উঠার আগের আকাশ,
কেমন রঙ পাল্টাতে থাকে,
পাখীরা জেগে উঠে কলতানে।


সবুজ ঘাস শিশিরে ভিজে,
কেমন চেয়ে থাকে কুয়াশায়,
পূবের আকাশ চেয়ে দেখি,
কেমন ভরে ওঠে লাল আভায়।


লাল সূর্য পূর্ব দিগন্তে এসে,
কর্ম চঞ্চলতার ঘন্টা বাজিয়ে দেয়,
দুটি একটি রাতজাগা তারা,
নবারুণ আলোয় মিলিয়ে যায়।


আনন্দ ধরে এসে হাত,
আর দুঃখ বেদনা কোথায়,
প্রশান্তির অপরূপ আলো এক,
হ‌দয়ে এসে ভাসায় আমায়।