আরও কতদিন বইতে হবে জীবনের জঞ্জাল
নুয়ে আছে ঘাড় মাটির উপরে
বহুদিন সূর্যের চোখে চোখ রেখে  তর্জনী তুলিনি
বাঁচার রাস্তাগুলো  নিরুদ্দেশে যায় নি   কতদিন ,
শুধু গেছে আম, জাম কাঁঠাল বাগানের ছায়াপথ
ধরে ।


রোজ রোজ মাদারির খেলা
হররোজ ডিগবাজি , মৃতদেহে ভাগ বসায়
রাজনীতির কারসাজি , শস্যখেতে  উথলে ওঠে
ঝড়ের দাবানল , গর্ত খুঁড়ে মুখ লুকিয়ে
আমারা ভুলে থাকি।
আরও কতদিন কে জানে
আরও কতদিন পরে চোখের আগুনে
সরাসরি মেলাতে পারবো চোখ সূর্যের দিকে ।
-----------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) ১৮/৫/১৮