___________________________________
কংকালে দিয়েছি ছোবল, বিষে নীল হয়েছি নিজেই
ভেঙে গেছে বিষদাঁত, গেরস্থের অবজ্ঞা বয়ে
গোয়ালের আশেপাশে নিরীহ দাঁড়াশ
হয়ে  ঘুরি আজ
ভুলে গেছি কোনদিন এই মাথায় ছিল ফনার
বিস্তার, বাসুকির হিস হিস ধ্বনি রাতের আকাশ
ভরে দিত ভয়ে
বন্দুকে বারুদে পোস্টারে অলিতে গলিতে
পুলিশের কালো গাড়ি দুদ্দাড় হুইসেলে
কান্নার রোলে ।


সব ছিল ক্ষণিকের খোয়াব, আকাশ কুসুম ?
সব ছিল ভুলের মাসুল, জেগে জেগে ঘুম ?
হয়তোবা -
কে জানে কোনটা ছিল ঠিক ?
- বিষ নাকি বিষাক্ত বিশ্বাস ?
________________________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)- 16/12/17