বেলাভূমি  ছাড়িয়ে  এবার উঠে এসো ঢেউ,
ভাসাও আমাকে দূর বাকশূন্য বিসর্জনে
আমাকে বাঁধার মত নেই আর কেউ
ভাসাও আমাকে অতল  নির্মম শাসনে।


জন্মদাগ দাগা ছিল ললাট  গহ্বরে  
ঘরপোড়া  শব্দেরা ফিরেফিরে আসে
ভেসে আসে দলছুট কচুরিপানার কলতান
পিছু ডাকে বারেবারে
সেই সব আগুনের দিন যারা গেছে ঝরে।
এখন হাঁটুতে মুখ গুঁজে  দ্রোহকাল শোনে
দেশভক্তির নামতা শোনায় গর্বিত কচ্ছপে


সেই সব কচ্ছপের পাঁকমাখা ছায়া
শামিয়ানা হয়ে ঢেকে ফেলছে  চারধার
অঙ্কুরের দম বন্ধ হয়ে গেছে
শব্দেরা দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে
মুখ থুবড়ে পড়ছে পায়ের নীচে
ঝাড়ুদার রোজ আসে ঝাঁট দিতে দিতে ভাবে
এত এত ব্যর্থতা কোথায় ফেলবে সে।


আমোদগেঁড়ে গান্ডু  জনতার ভিড়ে
ছেঁড়া চটির আগুন কখনো কখনো জ্বলে ওঠে
আজও,  হয়তো সে কখনো দেখেছে।
তাই অপেক্ষা করে সে, ধ্বংসস্তূপের কাছে  
অসম্ভব বিশ্বাসে।
-----------------------------
13/12/20-