এখানে  পৌঁছালে আর দাঁড়িয়ে থাকা চলবে না
চলতে হবে, এবং লাগাতার চলতে হবেই
ফিরে দেখবার সময় হয়তো পাবে
কিন্তু ইচ্ছে করবে না , সামনে অনেক পথ
তোমার অপেক্ষায় থেকে থেকে জারুল গাছটি
শুকিয়ে কঙ্কাল হয়ে আছে,
তোমার আশায় থেকে থেকে বাঁকা নদীর
বালুচর কঠিন শেয়ালকাঁটায় ভরেছে


দেখবে দূরের চাঁদে কলঙ্কের দাগগুলি
কান্নাধোয়া কাজলের মত মুছে মুছে গেছে
রাত্রি ভোর করে  ঝিঁঝিঁ ডাক সপ্তকে বেজেছে
বহুদিন আগে ছেড়ে যাওয়া ডাকবাক্সগুলি
জং ধরা তালা সম্বল করে ঝুলছে দেওয়ালে


অনেক কথা মনে হবে , লিখতে ইচ্ছে ছিল
লেখা হয়ে ওঠেনি সে অপ্রতুল রাতের কালিতে
তাদের আত্মা যত ভিড় করে আসবে সেদিনের
সুগন্ধ নিয়ে


তবু, হায় তবু
এখানে পৌঁছে আর ভাবতে পারবে না
শুধু এগিয়ে যেতে হবে, অনেক অনেক দূর
যেতে হবে সময়ের আগে।
----------------------------------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) -5/5/2018