মঞ্চে থেকে স্বরচিত কবিতাগুলি ঢেউ তুলে
ছড়িয়ে পড়ছিল আসর জুড়ে
পাশ ঘেঁষে অগ্রজ কবি বললেন – জানো তো হে
কবিতা লিখতে পারছিনা আর কিছুতে ।
চমকে উঠেছি আমি, এই আক্ষেপখানি আমার ভিতরে
এতক্ষণ মাথা কুটে মরছিল যে...
কত ভাবনা কতো ভাবে, নব নব অনুভবে
সমুদ্রের ফেনার মত বাস্তবের বালিতে এসে
কোথায় মিলিয়ে  যায়,
আমরা কি পারি তাকে শব্দের অবয়বে  
বেঁধে নিতে?


অনন্ত সাগরের কাছে রোজ বসে থাকি
ঢেউ উঠে আর মিলিয়ে যায় দিয়ে ফাঁকি  
ভুতে বা ভগবানে বিশ্বাস করি বা না করি
শব্দেরদেবীকে  মানি, করি উমেদারি
আমাদের মত কিছু সব্দভিখারি, তার মুখ চেয়ে বাসে থাকি
এমন হুতাশ মেখে
বুকের বরফ গলা শীত শীত আক্ষেপের সুর ভেসে আসে
কবিতা লিখতে পারছি না আর কিছুতে...।
___________________
09/4/19