এই নিম নিম বৃষ্টিতে মনে পড়ছে তোকে
আজ
আকাশ ফুঁড়ে ওঠা হাইরাইজের দেমাক ভাঙা
জল ও বাতাস
তোর ছবি আঁকছে  চারপাশে ।


আজ /কোথায় আছিস তুই -
ভালো আছিস ? নাকি নিঝুম খাঁ-খাঁ দুপুরের
ফাঁদে আকটে পড়েছিস ।


তোর ওখানে শীততাপ  নিয়ন্ত্রনে।
তবু বুক  ভিজে যায়, ভিজে যায় ধুধু মাটি
সোঁদা গন্ধ তার,  সংসারের পরিপাটি প্রাচীরের
ফাঁকে বটের চারা গুঁজে দেয়
নোনা ধরে চোখের কোনায়
জল চুইয়ে আসে?
আসে নাকি ?  


এমনি এমনি
আজ / নিম নিম বরষায় মনে আসছে তোকে
তোরও আসছে না কি?
______________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)-24/6/18