পারি না থাকতে দূরে, সরে সরে আসি
রোদ থেকে বৃষ্টি থেকে সংসারের সঙ্কুল আপদ থেকে
সরে সরে তোমার  সান্নিধ্যের ছায়ে ঘন হয়ে বসি


তোমার আঁচলে মুখ মুছি
মায়ের পরে, যে তুমি চিনিয়েছ এ জগতের
সুচরিত সকল রহস্যের খনি ।
জীবন যুদ্ধের পাকে ক্লান্ত হয়েছি,  
অযাচিতে মলিন হয়েছি ,
পরতে পরতে প্রতিদিনের গ্লানি
ধুয়ে দিয়ে কোমল পরশে, স্মিত হাসি দাও তুমি  

আমি শুধু ভাবি
কোথায় পেয়েছ এই মাধুর্যের চাবি
যেমন আমার জগতের মূলে আছে তোমার হৃদয়  
হয়ত তেমনি এ সৃষ্টির কারিগর কোন নারী
জগত প্রসবিতা যার অংশ হয়ে তুমি
প্রতিনিয়ত সিঁচ মধু এ সংসারে আপনি ।  


আমি তাই প্রতিক্ষণে একটু একটু করে
চেষ্টা করি , তোমাকেই চিনি, আর একটু বেশী করে চিনি।  


           ----শ্রীতরুণ (১২/১০/২০১৪)