নয় মাস দশ দিন একটি মায়ের অসহ্য যন্ত্রণা
তারপর থেকে একটি দম্পতি, একটি পরিবার,
একটি সমাজ, একটি দেশ
তিল তিল আশা নিয়ে স্বপ্ন নিয়ে গড়ে তোলে তাকে
কত কষ্ট সহ্য করে ,  কত দৈনন্দিন পাকে  বিপাকে


শুধু মাত্র এক সেকেন্ড সময় আর   একটি বুলেটে
এত এত হৃদয়জোড়া স্বপ্নের ফসল শেষ করে দিতে
  যারা এসেছিল মৃত্যুর কালা কাফনে মুখ ঢেকে
  তাদেরও দাঁড়াতে হবে একদিন তাঁর সম্মুখে


সেই  পরম করুণাময়,  যিনি
সহস্র  সাগর দয়া রেখেছেন পাশে
তিনিও কি পারবেন  একশ বত্রিশটি স্বপ্নের
ফিনকি ছোটা রক্তে রাঙ্গানো সে হাতগুলি  
ক্ষমায় ধুইয়ে দিতে ?  


                ------ শ্রী তরুণ (১৭/১২/১৪)