নিষেধ কর না, রক্ত ঝরছে
ক্রূরতম পাপ  বর্ম পরেছে
মুকুট পরেছে , ঈশ্বরের চামর হাতে ঘুরছে
অলিতে গলিতে  রাস্তায়  
গলিত লাশের গায়ে ঢেকে দেওয়া হল ফুলে
মাছিরাও আজকাল 'চুজি'  হয়ে গেছে ।


রক্ত ঝরেই যায়, কেউ দাঁড়ায় না
ঘুরে বেলে না  কেউ - আমাদেরও ঘরে আছে তরবারি
হয়তো জং ধরে আছে, পরতে পরতে বিস্মৃতি ,
তবুও  আছে,
যদি আগুন জ্বালা যায় একবার, পুড়িয়ে নেওয়া যায়,  
হাতুড়ীর ঘায়ে জাগিয়ে দেওয়া যায়
লাশ হয়ে পড়ে যাওয়ার আগে
দেওয়া যেতে পারে দুচারটা জবাবী-লাশ,


নিষেধ পেরিয়ে এসো
নাহলে শুয়ে যাও লাশেদের পাশে


তারপর আর কোন ভয় নেই, মাছিরাও আজকাল বড় 'চুজি' হয়ে গেছে ।


         ------ শ্রীতরুণ   (২৬/৩/২০১৫)