১।।  
অপলকে চেয়ে থাকি দুজনা দুজনার দিকে
যেন অনন্ত বিরহ চোখে জমা হয়ে আছে
আজ কোন ভয় নেই, দ্বিধা নেই, গুরুজন-জ্বালা নেই
পার্থিব আশা ছেড়ে তোকে আমি ফ্রেমের নির্জনে বেঁধেছি যে -


২।।  
সাতপাকে বাঁধিনি তোকে, রখেছি উন্মুক্ত করে স্বপ্নের আকাশে
প্রতিজ্ঞা রাখিনি কোন, তাই বেড়া দিয়ে বাঁধিনি  চারপাশে
অনেক উপরে উড়বি তুই, চাঁদের কাছাকাছি, হয়তো হারিয়ে যাবি
দৃষ্টির সীমানা ছেড়ে অনন্তে
ভাবনা নেই আমার  , জানি ঠিক ফিরবি তুই সেখানে
যেখানে বেঁধেছি ঘর আমরা ভালোবেসে


                             ------ শ্রীতরুণ (৪/৪/২০১৫)