সব দুঃখ বলিনি তোমাকে ,
কি করে সব  জেনে নিলে
বহু আশাহত ভগ্ন হৃদয়ে,
              বানীর  প্রলেপ দিয়ে গেলে


শূন্য ছিল মনের আকাশ,
বুক ভরে দিলে জীবনের আশ
অকুল পাথারে খেয়া পারাপার
                        গানে গানে ভরে দিলে


পঁচিশে বৈশাখ আসে বারে বারে,
বাইশে শ্রাবণ নিয়ে যায় তারে
তবু  তোমার বীণার তারগুলি বাজে,  
                         জীবনের প্রতি পলে ।  


                  ------ শ্রীতরুণ
               (২৫শে বৈশাখ, ১৪২২)