সূর্য ফুরিয়ে যাবে একদিন, মানুষেরা জানে  তা
  সূর্য কি জানে সে কথা  ? মানে না সে কিছুতেই
বিক্রমে খামতি  নেই, রক্তচক্ষু দিক্বিদিকে যাবেই


সকালের মেঘ জানে বিকালে সে জল হয়ে যাবে
তবু তার  হুংকারে ভাঁটি নেই, নিত্য অসীম বৈভবে


বৃদ্ধ পিতারা হয়ত  জানে তাঁদেরও  দিন  আছে মাপা
কিন্তু মন তাঁর মানে না সে কথা  
আলগা দেয় না মুঠা শেষ অবধি  কোন কিছুতেই  
ছোট বড় সব বিষয়ে তাঁর কথা মানতে হবেই


মায়েরা ঠিক জানে সময়ের সাথে  সব বদলায়
বৃথা করা বাড়াবাড়ি , বৃথা করা    হায় হায়
কিন্তু তাঁকেও চলতে হয়  দুনৌকায় দিয়ে পা
একদিকে তেঁয়েটে  স্বামী, অন্য দিকে গোঁয়ার  ছা ।


সূর্যের রুক্ষতেজ নিজে বুকে শুষে নিয়ে চাঁদ তাকে করে স্নিগ্ধ আলো
মা তেমনি সংসারের যাবতীয় তাপে জ্বলে, দেয় শুধু ভালো
                                               -- শুধু ভালো ।।


                   ------- শ্রীতরুণ (৫/৬/২০১৫)