সাবধানে আর করছি না কিছুই
করছি যা পারি , যা ইচ্ছে তা -  
এবার আমার উড়ন্ত বান্ধবী  
স্লিভলেস ব্লাউজ , হুক খোলা সব রাধা


বাধা বিপত্তি কাঁচ ভাঙা বেলোয়ারি
ঝাড় লণ্ঠন  আগুন ফুরানো ধাঁধা
অষ্টরম্ভা দিনের কাজের ফাঁকে
তাল ভাঙা সুর  পা মা গা রে সা ধা


কবিতা টবিতা বেশ কিছু কাল হল  
এবার ভবী ভুলতে বসেছে সব
হাল খাতা ভুল-অঙ্কে ভরেছে বলে
তীব্র করেছি জং ধরা অনুভব


জাদুনগরী,  আয়না দেখায় খালি
বাঁধা হাটের দালাল সাজিয়ে রাখে    
ভালো ভালো যত শব্দের চচ্চড়ি
মন ভুলানী / মারতে পারিনা ঘুষি মুখে  


হালুম হুলুম করেছি কাগুজে বাঘ  
মিথ্যে ফানুস হয়েছে মাথার ছাতি
আজ ইচ্ছে হচ্ছে / আলঙ্কারিক বকমবাজি ছেড়ে    
কাব্যিকতার  গুহ্যে  কসাই লাথি ।।


             ------ শ্রীতরুণ (৬/৬/২০১৫)