**(সকাল হল /   দেখল লোকে /  দীঘির জলে উঠেছে ভেসে
কলঙ্কিনী ময়নামতি  / লাল চেলিতে /  বধূর বেসে  | )**


বলল সবাই /  কুলটা মাগীর /  এমন হবে সেত /  জানা ছিলই
রুহান কোথায় হাওয়া হল /  জানল না কেউ/  কোন কথাই
কদিন পরে / চাকরি ছড়ে /  ঘরে ফিরল ময়নার বর
দিন রাত সে / রয় যে  বসে /  দীঘির পাড়ে /  অতঃপর  
কয় না কথা /  কাহারো সাথে / কত করে লোক বুঝায় তাকে
সে চুপ থেকে / কি যে ভাবে /   বুকে চেপে বুকের ঝড়  |


দিন যায় হে দিনের মতন/  সুখে দুঃখে গাঁয়ের যেমন/  ঘুরে গেল বছরভর
হঠাৎ একদিন  / বাজিয়ে বাজনা  /  রুহান ফিরল  / নিজের ঘর
সাথে এক নারী  / সুন্দর ভারি  / বাদা অঞ্চল থেকে আনা বউ
সে করে ব্যাবসা  / শ্বশুরের পয়সা /   পেয়েছে যে কত  / জানে না কেউ
দিল সে দাওয়াত  /  বড় করে জাঁক  /  দুটি গাঁ জুড়ে সকলকে
পেট পুরে খেয়ে / এমন গুনের ছেলে  /  ধন্য ধন্য করে লোকে  |  

সাঁঝ বেলা   বেড়াতে /   গেল দঘি পাড়ে /  মনে কি ছিল কে জানে
দেখল সে  / ঘাটের কাছে /  মোহন আছে বসে  / শুকনো মুখে ব্যাথা ভরা মনে
রুহান বলে হেসে - দাদা, কি কর গো বসে, দুঃখ করে লাভ কি তুমার  
ও মেয়ে ভালো নয়কো মোটে /  তোমার যোগ্য কি বটে /  কেমন ব্যাভার  
একটা গেছে  /  তাতে কি হয়েছে / চাইলে  হাজারখানা /  আসবে আবার !


মোহন বলে - জানি রে ভাই /  কিন্তু বড় কষ্ট যে পাই /
                            আমি তাকে ভালোবাসি /  এখনো যে
সে যে বড় কষ্টে আছে /  রোজ রাতে স্বপ্নে আসে /
                                 কাঁদে নিজে / আর আমাকে কাঁদায় সে ।
একা একা থাকে সে সেথায়, যেথায় তাকে সতায় বড়  দুষ্ট  ভুতে  
আমরা যদি কেউ থাকি তার  সাথে, রাখতে পারব হয়ত সুখে তাকে
এই বলে সে হাতে নিল দা , কাঁপল না হাত কাঁপল না   পা
এক কোপে সে করল আলাদা, রুহানের ধড় থেকে    মাথা ।


রক্তে গেল গাছের তলা ভেসে /  হাহা রবে  মোহন উঠল হেসে
গাছে বাঁধল ময়নার লাল  শাড়ি /  ঝুলে পড়ল  গলায় তারই ফাঁসে  
মরার আগে বলেছিল সে ডেকে /  ময়নামতি আসছি তোমার কাছে
তোমার বদলা নেওয়া ছিল বাকি /  তাই এতদিন বৃথা নষ্ট গেছে
ময়নার রুহ হয়তো  ছিল কাছে, ঝাঁপিয়ে পড়ে নিল সে তাকে বুকে
দমকা হাওয়ায় দুলতে লাগল মোহন, তৃপ্ত হাসি লেগেছিল তার মুখে |


- তারপর ? দাদা তারপর কি হল  ?

- তারপর ?
হায়রে কপাল, তার ও আবার পর খুঁজেন
বাড় গেল, জুয়ার গেল, জোষ্টি   মাসে পানি মাপেন |
ময়নাদীঘির কালো জলে, হাজার চাঁদের আলো জ্বেলে  
মায়নামতি আজও নাইতে আসে
জোছনা গভীর রাতের ফাঁকে দেখতে যদি চাওগো তাকে
এসো চলে ময়নাদীঘির বাঁকে  ।


             (সমাপ্ত)
                                 -----(১৫/৮/২০১৫)