১ |
শোরগোল বাড়তে থাকে, বাড়তে থাকে পৃথিবীর ভার
রাস্তায় মানুষ, ঘরে মানুষ, বাইরে মানুষ,
মানুষে ছেয়েছে  আকাশ বাতাস  |
ক্রমাগত ঠেলাঠেলি , অফুরন্ত লাইন, ধাক্কাধাক্কি স্থান অকুলান
যত বাড়তে থাকে ভিড় , তত নির্জন হতে থাকে প্রানের  ঘর  
যে ঘরে একদিন ছিল চেনা অচেনা নানা বন্ধু আত্মীয় স্বজন |



২ |
নিজেকে খুঁজি, ভিড়ের মাঝে
নিজেকে খুঁজি, নিজের কাছে
প্রতিদিনের দৌড়ঝাঁপে,
কখন সে হাত ছেড়ে গেছে |


যখন দাঁড়াই নিজের আগে
নিজেকে নিজে অচেনা লাগে ।


         ------- (২৫/৮/১৫)