আমার কাছে তো প্রতিটা দিন সমান
আলাদা করে কাকে বলব পয়লা |


খাপলা জাল হাতে,  মাছমারা বেরোয় রাতে
সুযোগ নেয় সে নূতন বর্ষার
গ্রামের বারোয়ারী যাত্রা রাতের সুযোগ নেয়
রঙ্গিলা ননদী  
ভাতঘুমের  সুযোগ নেয় ঘাঘু সিঁধেল চোর
এমনি কতধারা সুযোগ নেয় যে যেমন পারে |
পয়লা দোসরা তাদের হয়ত হবে
আমার বালাই নেই সে সবের    


কবিতা লিখেছি অনেক , ওইটুকু নিজে নিজে ভালো পারি
বাকি সব কাজে অষ্টরম্ভা,  ঘরণী বলেন- 'আকামের ধাড়ি'
ফুটো পয়সা হল না কখনো দিস্তে দিস্তে লিখে
উল্টে গাঁটের কড়ি,  ঢিলে যদি করি,
দু চার খানা কাব্যগ্রন্থ এখনি বেরোবে


তারপর কি হবে ভগবান জানেন
তাঁকে মানি বা না মানি
যখন তখন দোষ চাপাতে , বেশ কাজে লেগে যান |  


মাঝে মাঝে অনেকে বলেন  -' আপনি মশাই বড্ড নেগেটিভ'  
কি আর করব , প্রোগেসিভ জমানা যা যা দেখায় তাই বলি |
তেমন এলেমদার নই, সন্ধান করিনি তাই , কোন দিকে ফাঁকতালে সুযোগ নেবার
(আত্মপ্রচার হবে তবু বলি ) পয়লা কি আখরি,  চেষ্টা করি মেরুদণ্ডে সটান থাকার |  


                    ------(৫/৯/২০১৫)