ভাদ্রের পচা রোদ কুকুরের মত পিছু ধাওয়া করছিল
চাটছিল তোমার পিঠের জানালা
আমাদের সম্মিলিত পথচলা কোথাও পৌঁছাচ্ছিল না
গন্তব্য দানা বাঁধছিল না কিছুতে, আলগা হয়ে যাচ্ছিল পথ
একটু ছায়ার লোভে  
আমরা  রাস্তা ধারের কফি শপে
আশ্রয় নিয়েছিলাম সেই দুপুর বেলা


সিলিং এর পাখা দুটো যেন পায়রার ডানা  
ঝটপট আওয়াজ তুলে  রেষারেষি  করছিল
কাউন্টারের বুড়ো মাছটার হলুদ চোখ শূন্যে ঝিম
নোনাধরা ধূসর দেওয়াল টেবিলের ‘পরে ঝুঁকেছিল
তার পুরাতন জামায় ফুটেছছিল  গণেশ পাইন    


আমাদের কথা হারিয়ে গেছে অনেক দিন আগে
আমরা মিছি মিছি ওয়েটারের অপেক্ষা করছিলাম  
চোখে চোখ লেগে দৃষ্টি আটকে গেল তোমার
হাসি ফুটে উঠল ঠোঁটে

না হাসলেই ভালো করেতে ইলিয়েনা
কি অতলান্ত  বিষণ্ণতা মিশেছিল তাতে
কি করুন আহত সন্দেশ ভরেছিলে    
কলিজা রক্তাক্ত করে বিষাক্ত হারপুন বিঁধে দিলে


আমাকে অপরাধী করে একবার
সেদিন মাত্র একবার হেসেছিলে
বৃষ্টি এনে দিয়েছিলে এক ভাদ্রের বিরক্ত দুপুরে
                        
----(৬/৯/২০১৫)