ভালোবাসার নাটমন্দিরে মূর্তি গড়া চলছিল
শিল্পী বড় আনমনা হয়েছে আজ |


মাটি খড়ের অবয়বে
কতখানি তার পাওয়া যাবে
কেমন করে দুহাত দিয়ে
কাদা পাটের দলা নিয়ে
রূপের সাগর বাঁধা যাবে তার  ,
ভেবে ভেবে সে  মরছিল আর
ভালোবাসার নাটমন্দিরে মূর্তি গড়া চলছিল
শিল্পী বড় আনমনা হয়েছে আজ |


কি হবে তার পায়ের আঙ্গুল, কি হবে তার সুঠাম ঊরু
কেমন হবে ত্রিবলি দাগ, কেমন হবে ললিত ভুরু
কেমন রবে করবী তার কতখানি বইবে দামাল
কপোল 'পরে কতখানি এমনি খুলে পড়বে |


নিতম্ব ছুঁয়ে আঙ্গুল যখন উপর দিকে উঠছিল
বুকের পাহাড় ধরতে আবেগ তুফান হয়ে বইছিল
কেমন করে আঁকবে সে চোখ , যে চোখে তিন ভুবন ধরে
কি দিয়ে গড়বে  সে মুখ ,  পাপড়ি ছেঁড়া গোলাপ ভরে


মূর্তি গড়া শেষ হবে যেই
দেখবে বুকে হৃদয় যে নেই
কখন যে সে দুহাত ভরে
দিয়েছে তাকে উজাড় করে
সমস্ত সাধ, সমস্ত রাগ,
এই জনমের আহৃত যত সাজ


ভালোবাসার নাটমন্দিরে মূর্তি গড়ে উঠছিল
শিল্পী বড় আনমনা হয়েছে আজ |

                        -------   (৮/৯/২০১৫)