তারপর অন্ধকারে চোখ সয়ে গেলে
আবছা আবছা ফুটে ওঠে সব
পায়ের কাছে পড়ে আছে  ধর্ষিত অবয়ব
রক্তের ছাপ দেওয়ালে দেওয়ালে
শ্লোগানে মিলেমিশে বাদুড়ের ডানা
প্রত্ন-আলপনা


হোঁচট খেয়েছি পদে পদে
মূক বধির লাশে  অগম্য  জনপদে
মোমবাতির মিছিল,
বেশ কাব্যিক লাগে - এই ছ্যাবলামি
ভবঘুরে কুকুরেরা হাসে
পরিষ্কার জিভ বার করে সিস দেয়
সান্তনা রুমালে স্প্রে করে বুকপকেটে ভরে রেখে
বলি - ভুলিনি , ভুলিনি ।


মরে যারা ভুত হয়ে গেল
কতদূর মনে মনে বয়ে নিয়ে গেলে ?
কবরে বা শ্মশানের ধারে !  তারপরে ?


তারপর অন্ধকার চোখে সয়ে গেলে দেখি
কোন না কোনও ধর্মস্থলের দরজায়
পিঠে গোঁজা কাপুরুষের ছোরা , রক্ত মাখা
মুখ থুবড়ে পড়ে আছি আমি
দুভাগে ভাগ হয়ে একে অন্যকে আঙ্গুল দেখাচ্ছে
নষ্ট জন্মভূমি |

   ------(১০/৯/১৫)