নিঝুম রাতের বুক চিরে শেষ ট্রেন চলে গেলে
হুইসেলের আর্তনাদ বাজতে থাকে খালি খালি বুকের পরিখায়
     কিছু হোক !  একটা কিছু তো হোক, ভালো বা মন্দ !  
     - ধ্বংস বা সৃজনের দান ফেলুক জুয়াড়ি সময় |
  
শেষ যাত্রীটি চলে গেছে ।  ষ্টেশনের বেঞ্চিগুলি ফাঁকা
হাওয়ায় ঘুরপাক খায় শুকনো শালপাতা |
কে জানে কেন দাঁড়িয়ে রয়েছি একা একা  
কে জানে কার অপেক্ষায় প্ল্যাটফর্মের শেষে হলুদ
আলোটা জ্বলছে নিভছে -  মৃতপ্রায় |  
সারা গা থেকে একটু আধটু ঘুম চেটে নিচ্ছে
রুপালী কুকুর
ভাঙ্গা শেডের ফাঁক গলে সোমত্ত চাঁদ
ওড়না মেলে দিচ্ছে বেঞ্চের পিছে , কোথায় না কোথায় !


চুল খুলে,  বুক আলগা করে হাওয়ায় দুলছে নিলাজ কাঠ মল্লিকা
শেষ ট্রেন চলে গেলে তার আর ঢাকাঢাকির বাকি থাকে কি !
দিনের বিক্রিবাটা শেষ করে ছেঁড়া কম্বল পেতে শুয়ে পড়ে শেষরাত |
লোকেরা মিথ্যা কাব্য করে  ভাবে - সে স্বপ্ন দেখে আগামী ভোরের ,
আসলে সেও চায় - কিছু হোক , একটা কিছু তো হোক,
ভালো বা মন্দ, ধ্বংস বা সৃজনের দান ফেলুক জুয়াড়ি সময়


আমার মতন মিছিমিছি দাঁড়িয়ে থেকে কি লাভ তার |  


             -----(১৬/৯/২০১৫)