শ্রাবণের দিনগুলি ফুরিয়ে এল
মেঘেদের কাজ কর্মে  আর ব্যস্ততা নেই,
দখিনবিলের ওপারে পাউডার পমেটম মেখে
নবীন মেঘেদের বিন্দাস গুলতানি করে দিন যায়  ,
তাদের  কেউ কেউ  দুপুরের  ফাঁকে
ফাজলামি করতে বলে উঁকি দেয় আমার জানালায়


যদি জিজ্ঞাসা করি - কি গো শীত আসতে আরও কত বাকি ?
তারা এ ওর গা টেপাটেপি করে হাসে - চোখ নাচিয়ে বলে
শীতের এত খোঁজ কেন ? লেপের ভেতরে নেওয়ার জন্য
আমাদের কাউকে ডাকবে  নাকি ?
ভুলেও ভেবো না তা,
গরম হওয়ার আগেই ভিজে যাবে গা ।


হাতছানি দেয় কাশফুলের ঝাড়
কোমর দোলায় রেললাইনের ধার
তাদের কিছু হাওয়ায় ভেসে ভেসে
চুপটি করে বিছানাতে বসে
শুধাই যদি, থাকবে নাকি সাথে ?
বলে তারা - কি দায় পড়েছে
আগমনীর সুর যতদিন  রয়েছে
ততদিন আমাদের  কাজ আছে
তারপরেতে ছুটি হবে সবার
গুটিয়ে আসর ঘর যাবো  যে যার  


আমিই একা জানলা ধরে বসি
আকাশ দেখি  কাজভোলা উদাসী
আসবে কবে সাইবেরিয়ার পাখি
সেই আশাতে ভুলের আকাশ দেখি


আকাশ দেখি শীতের অপেক্ষায়
মেঘ দেখে কি বাসা ছাড়া যায় ?


      ----(18/9/2015)