সময় যত কমে আসে, রাস্তা কমে আসে তত ,
পৃথিবীর পরিসীমা কমে যেতে থাকে
খাঁচায় ময়না পাখি মুখ তুলে বকে
- এবার জলদি চলো , আরও জলদি জলদি


কিন্তু কোথায় ,  বলে  দেয় না সে - |


সময় যত কমে আসে, যাওয়ার জায়গা কমে যায় তত
জং জর্জর পায়ের শিকল শব্দ থামিয়ে দেয়
পারানি নৌকার খোলে ডিম পাড়ে ব্যাঙ
ভুলের জঞ্জাল জমে শীতকাতুরে ঘুমে
জীবনের মানে বলতে সে
সাদা পাতায় দুটি মাত্র আঁচড় টেনে দিতে পারে  
সোজা দাগটির মানে - গারদের সিক  
শ্যাওলা রাঙ্গানো নোঙ্গর,  বাঁকাটির মানে |  


ময়না চেঁচায়  
- এবার জলদি চলো , আরও জলদি জলদি !
      কিন্তু কোথায় ?  বলে  দেয় না সে - |


            ------(২০/৯/২০১৫)