কপট  নিদ্রার  অনুশীলনে রত রহি,  
সম্মুখে ভবিতব্য যদিচ অনিবার্য  আত্মসমর্পণ ।  
প্রাণপনে শোকগাথা গাহি
সংগ্রামের  যাবতীয় প্রচেষ্টা অর্গলবন্ধ রাখি
সেনাপতি নিরুদ্দেশ  
দুর্জয়  তরবারি অনভ্যাসে  ফৌত ,
মাত্র মহিষ শিঙ নির্মিত হস্তধারক কালজয়ী
সে অহরহ কটিদেশে জাগরিত রয়  ,  সুখস্মৃতি সহ


জঠরে জ্বলিছে হুতাশন , লহ লহ শিখা
রাক্ষসী জিহ্বা সম  মহাউল্লাসে নৃত্যরত
আগ্রাসে আত্মস্থ করি ক্ষয়গ্রস্থ  আনন্দের সমূহ উপাচার  


বিষাদিত দিবাকর ভ্রমিছে বস্তুবিশ্বে জুড়াইতে  প্রদাহ
অতল রত্নাকর  মুহ্যমান দুর্জ্ঞেয় অভীপ্সায়
দিনান্তের ছায়া  ভাগ্যাকাশে,  কালজঞ্ঝা প্রহর গুনিছে
কণ্টকিত গিরিরাজ , আলুলায়িত তুষার উষ্ণীষ
কুৎসিত লোভের উষ্ণতায় |


উঞ্ছজীবী , আসুয়াক্লিষ্ট, পরদার লোভী,
প্রেতমনস্ক  মানবসমূহ রাজচক্রবর্তী পদপ্রার্থী আজি ,
ঈর্ষাবৃত্তি প্রধান জীবিকা  
দুষ্ট ক্ষত সঞ্চারিত বিকলাঙ্গ ধর্ম-পুরুষেরা
কৌলীন্য রাজমার্গে ধুলিধূসরিত ত্যাক্ত পাদুকা সম
গড়াগড়ি যায় ।


যতেক কঙ্কালসার  নিরিন্দ্রিয় মাংসপিণ্ড    
জীবনের নিরুৎসুক কোলাহলে গড্ডালিকা বয়
যথা  আশুতোষ পিপিলিকা গুপ্ত সঞ্চয়ে ব্যাপৃত  ।


মম  জাগ্রত অহমিকা ব্রহ্মরন্দ্র বিস্ফোটিত করি
প্রকাশিত আজি
হস্তে সমুদ্দত বিনির্মোক শূল
মর্মমূলে ভয়ংকর নিনাদিত ঊর্মিসমারোহ
দুর্গশীর্ষে শিঙাবহ প্রহরী উন্মুখ,
কানাকানি করিতেছে প্রলয়সংকেত বার্তা
জর্জর  বিলাস প্রাকারে  রন্ধ্রে রন্ধ্রে ভয় সঞ্চারিত
মহাপ্রলয় সমাগত প্রায়…….


         ------ (২৪/৯/২০১৫)