পায়ে পা ফেলে নেমেছে
গাঢ় ছায়া  
বৃষ্টি ভেঙ্গেছে
কংক্রিটের সিঁড়ি
পিছল অবরোহণ
ছায়া ভেঙে ছত্রখান  
নেশা তবু  জোছনার মায়া  


আমার ছায়ার নীচে
কত প্রতিবিম্ব
লুকিয়ে ছিল  -
খুঁজিনি কখনো
উচ্চাশা না  
নীচে নেমে যাওয়া  


সোপান ভেঙ্গেছে জল
ভুলগুলি ভেঙে দিতে চায়
দামোদর
পলি ঘাঁটা হলুদ হলুদ মুখে
গিলে নিয়ে  
বুকে জাগা চর


সাথে সাথে নেমেছিল যারা
হয়ত জানত তারা
আনন্দের শীর্ষে থাকে
স্খলিত পতাকা


উপরে প্রেতিনীর চর
নীচে বয়  দামোদর  
বাতিদানে জ্বলছে চাঁদ  
মুখপোড়া    
  
কখনো ভাবি না আমি
সিঁড়িটুকু মিথ্যা  নাকি
ছায়াগুলি সমস্ত বেনামী
সৃষ্টিছাড়া


   -----(২৭/৯/২০১৫)