তাকে আমি মেলায় হারিয়ে এসেছি  |
জিলিপি পাঁপড়ের ভিড়ে, খেলনা বেলুনের ভিড়ে
ছিল সে তন্ময়  |
নিয়নের দুধ ধোয়ানো আলো ছড়িয়ে পড়ছিল গায়ে,
সে  চিকন গলার নীল শিরা তুলে হাসছিল তুমুল লোকালয়ে


আমি তাকে চুপিচুপি ,
হাত ছেড়ে একা করে দেখি  - সুন্দর আহা কত সুন্দর
বুকের ভারে  প্রাচীন কষ্ট দিয়ে ভুলিয়ে ভালিয়ে
আর কত আটকে রাখতে পারি নীল নদীটিরে ,
কত শত প্রতীক্ষার জোয়ারে ভাঁটার সুর ধরে |


আমি তাকে এগিয়ে যেতে দিয়ে
একা একা, পিছনের ভিড়ে
লক্ষ ঘাসের ফুল দুপায়ে মাড়িয়ে  এসেছি  |
  -- যা তুই আনন্দের দেশে, তারাদের শামিয়ানা মাথার উপরে
যা তুই নাগরদোলার শিরশির রোমাঞ্চ নিতে গণ্ডীর  'পারে
ভালোবাসার দিব্যি দিয়ে আর বাঁধবো না তোরে ......


অফিস ফেরত ঘাম চটচটে বাসের জানলা থেকে উঁকি দিয়ে
যখন পড়বে চোখে,  তোর মুখ, -  বিশাল ক্যানভাসে ,
স্টার হয়ে জ্বলছিস নিয়নের সাথে
সে আনন্দের আলো ছুঁয়ে যাবে আমাকেও
আমিও সেদিন এমনি হারিয়ে যাবো প্রতিদিনের ভিড়ে ।


                           ------(১৩/১০/২০১৫)