কল্পনার  পরিযায়ী পাখিগুলো শব্দ জানে না
খালি ডানা ঝাপটায়
সমুদ্র নীল আকাশ পেরিয়ে এসে
তীক্ষ্ণ মুখ পর্বতে আছড়ে পড়ে, তাদের  রক্তাক্ত পালক  
ছড়িয়ে রয়েছে আমার ঘরের সীমানায়


তুমুল জলের আওয়াজ ,  দেওয়াল ভেঙ্গেছে  
জানালা দরজা ভাসিয়ে নিয়ে গেছে
কল্পনার চেয়ে  গতিময়  সে , নিভিয়ে দিয়ে সব বাতি
হাতে হাতে তালি দিয়ে  নাচে


আমার বাস্তবতা এমন চণ্ড ভৈরব –
         .আগুন বিছিয়ে তাতে নিজে নিজে হাঁটে  


অবশিষ্ট বলে যতটুকু ফেলে রাখে, অপারগ ইচ্ছার ওঠা নামা  
পাথর প্রমান তীব্র স্বর ,  ভ্রু কুঁচকে দূরে ঠেলে দেয় অপূর্ণতা
মাটিতে মিশে যেতে যেতে কিছুটা পাথর হয়ে জেগে ছিল বুক  
মাতাল পায়ের বুড়ো আঙ্গুল আমার রক্তারক্তি  
হোঁচট লাগিয়ে  অজুহাত মলমে সান্ত্বনা খুঁজেছে


আমার বাস্তবতা এমন প্রতিশোধ স্পৃহা জমিয়ে রাখে
    . নিজে নিজে শরশয্যা গড়ে , নিজে  শুয়ে পড়ে


                ------(১৭/১০/২০১৫)