টেলিফোন চুপ মেরে গেছে। অনেক দিন।
সে কি আর জাগবে না ?
আমাকে ডাকার কি কেউ নেই ?
এমন অচিন্ত রণক্ষেত্রে আমি একা পড়ে গেছি,
উদ্যত অস্ত্র হাতে শুধু আততায়ী,  
খুঁজবে আমাকে
হয়তো সে চিনবে না আমি কে, কি পরিচয়,
শুধু যাতায়াতের পথে হঠাৎ আমাকে দেখে
অস্ত্রের  ধার পরীক্ষা করার অছিলায় ঝাঁপিয়ে পড়বে


এমন ভয়ংকর একাকীত্ব ঘিরেছে আমাকে।


কিন্তু আমি যূথবদ্ধ জীব, আমারও  ঠিকানা স্থায়ী ,
ভোটাধিকার আছে
যদিও আমার ছায়াপথে নেই কোন ধ্রুবতারা,
প্রতিদিনের দূরত্ব  সমান মাপের,
তবু অনেক বর্ষা গেছে এ শরীর ভিজিয়ে ,
অনেক হেমন্তের শিউলি এই জীবনের রাত্রিকথা
সৌরভে লিখেছে ।
ছুঁয়ে গেছে ট্রেনের জানালার অভিমান,
রূপনারায়নের বালুচরে এঁকে দেওয়া দীর্ঘ পদছাপ ,
আঁকাবাঁকা।
তারাও কি  সকলেই এমন দুঃসময়ে ভুলেছে আমাকে।


টেলিফোন এখন  কঠিন অন্ধকার।


যেন নির্বাচিত অবহেলা ভবিতব্য আমার


           -----(১৬/১১/১৫)