অনেক চেষ্টা করি, সোজা চলে যাই, কিন্তু তাকে পারিনা এড়িয়ে যেতে ।
একটা বিশাল 'যদি'-র ক্রসিং সামনে পড়ে যায়।


প্রায়, কিন্তু, হয়তো, নতুবা , ইত্যাদির
ছোট ছোট স্পীড-ব্রেকারগুলি পেরিয়ে যেতে পারি
কখনো একটু থেমে, কখনো অন্যদিকে গিয়ে
কিন্তু যখনি সামনে পড়ে ‘যদি’-র পাঁচমাথা ক্রসিং  
পাঁচশ প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যাই
মনে ভাবি তার'চে ফিরে যাওয়াই ভালো


অনেক চেষ্টা করি,চর্যায়, চর্চায়, যাপনে,  মননে,  সোজা চলে যাই
একটি তেএঁটে যদির জটিল ক্রসিং সামনে আসে আর সব ভেস্তে যায় ।  


                               -------(৪/১২/১৫)