এই আমি কোনও দিন পেয়েছিলাম তোকে  
বিষণ্ণ দুটি হাত ভরেছি  আগুনে উত্তাপে
বাকি যে যা ভেবে নিক  , সেটুকু প্রাপ্তির সান্ত্বনায়  আমি খুশী ।


যতই এগিয়ে যাই, নিবিড়তর হয় অরন্য গভীর
যতদূর দৃষ্টি দিতে পারি সামনে পেছনে, দেখি শুধু  
অন্যদিনের কুয়াশাময় ভিড়
থমকে দাঁড়াই যখন, তখনো অলক্ষ্য পাকে মাথায় আগুন  
ছিঁড়ে পড়ে ঘুমের শামিয়ানা,  
চন্দ্রাতপে উড্ডীন হস্তীযূথ, তার নীচে সুমহান সমুদ্রতরঙ্গ ,
বিধাতা কি অপরূপ সকল সমস্যাকারী
ছিদ্র করি ক্ষুদ্র ডিঙ্গি,  দেন হাতে দাঁড় ধরি


খরা, বন্যা , ঝঞ্ঝা,  মুশল পাত, ঘোর দৃষ্টি দিনাতিপাত
তবুও চলেছি, যেটুকু  যখন যেমন পেরেছি ।
এত সব অদৃষ্টের ফাঁকে
কখনো একান্ত করে, একান্তে পেয়েছি তোকে
বাকি যে যা ভেবে নিক  , সেটুকু প্রাপ্তির সান্ত্বনায়  আমি খুশী।


                        -------(৫/১২/১৫)