******
নিজের সঙ্গে লড়াই চলতেই থাকে
কে কাকে দিয়েছে ধোঁকা, ভুল সখ্য কে কাকে
পরিণতির জন্য করো কোন মাথাব্যাথা নেই
একটি গভীর নিম্নচাপ কেন্দ্রীভূত হয় যেই
আরও কুটিল হাওয়া দিয়ে ঘূর্ণিতে বদলে দেয় তাকে
ধ্বংসস্তূপে খুঁজে শেষে, পায়  প্রতিপক্ষ নিজেকে


লড়াই চলতেই থাকে, চলতেই থাকে ...।।



*******
জীয়নকাঠি রেখে পায়ের কাছে
নিজেকে অমর ভাবি,
ক্রমাগত উচ্চকিত রোমাঞ্চ প্রবাহে  
ক্ষয়ে যেতে থাকি
দেশলাই জ্বলে যায় ক্রমাগত
শেষ কাঠি বারুদ রেখেছে কতখানি, জানা থাকে বাকি


জীয়নকাঠি ও যদি শেষটায় ভুয়ো বেরিয়ে যায়
অমরতা, তোকে খুঁজবো কোথায়  ?


            ------ (১১/১২/১৫)